ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নারী নির্যাতন মামলা

বিচার গতিশীল করতে চট্টগ্রাম-রাজশাহীতে স্থাপিত হচ্ছে ডিএনএ ল্যাবরেটরি

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৫:১৬ বিকাল  

অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ধর্ষণসহ নারী নির্যাতন মামলার বিচার গতিশীল করতে দ্রুততার সঙ্গে চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি ডিএনএ ল্যাবরেটরি স্থাপিত হবে।

সোমবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ধর্ষণের মামলার বিচার বিলম্বিত হওয়ার বড় কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাবরেটরি না থাকা। এ কারণে নতুন দুটি ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

তিনি আরো বলেন, আজ বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের বিষয়ে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় বিস্তারিত আলোচনা শেষে ল্যাব দুটি স্থাপনসহ আইনের সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়।

দৈনিক সরোবর/ইএইচপি