ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আরো ৩ মামলায় জামিন পেলেন মামুনুল হক

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: মে ০৯, ২০২৩, ০৭:৫৩ বিকাল  

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় নাশকতার অভিযোগে করা ৩ মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবু রায়হান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।

এর আগে, গত ৩ মে তাকে ৫ মামলায় জামিন দেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

দৈনিক সরোবর/আরএস