ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

বিচার কাজে স্থবিরতায় পিপি এবং জিপি নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ১১:৪৯ দুপুর  

ক্ষমতার পালাবদল হওয়ার পর আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া বেশিরভাগ আইন কর্মকর্তা আদালতের কাজে অংশ নিচ্ছেন না। এতে নিম্ন আদালতে বিচার কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এমন অবস্থায় দ্রুত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সরকার পক্ষে সারাদেশের মহানগর ও জেলা আদালতগুলোতে মামলা পরিচালনার দায়িত্বে থাকেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লিডার (জিপি)। ফৌজদারি মামলা পরিচালনা করেন পিপি আর দেওয়ানি মামলা পরিচালনা করেন জিপি। এছাড়া অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত গভর্নমেন্ট প্লিডার, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), সহকারী গভর্নমেন্ট প্লিডাররাও (এজিপি) এসব আদালতে কাজ করেন। 

আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই পিপি-জিপি নিয়োগ দেওয়া হতে পারে। সূত্রগুলো জানায় ইতোমধ্যে সারাদেশ থেকে আসা সিভিগুলো যাচাই-বাছাই শেষে সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে আদালত খুললেই এগুলো ঘোষণা করা হবে।

দৈনিক সরোবর/কেএমএএ