ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

লসের জন্য সরি: নিলয়

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৩, ০৪:২৬ দুপুর  

ডেঙ্গু জ্বরে কাবু হচ্ছেন শোবিজের তারকারাও। কিছুদিন আগে ডেঙ্গু আক্রান্ত হন চিত্রনায়িকা শাহনূর। বৃহস্পতিবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন এ অভিনেতা। এরপর ডেঙ্গু পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তাই বাধ্য হয়ে শুটিং বন্ধ করে বিশ্রামে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন নিলয়।

অভিনেতা জানান, জ্বর যখন কমে আসলো তখন রিপোর্ট আসলো ডেঙ্গু পজিটিভ। প্লেটলেট কমতে শুরু করেছে। ডাক্তার বলল, আরো বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

নিলয় বলেন, খুব ইচ্ছা ছিল শুটিং শুরু করব কিন্তু সম্ভব হচ্ছে না। কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো। সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব।