ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ওই মেয়ের কাছে রাজ জিম্মি: পরীমনি

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: জুন ০১, ২০২৩, ০২:১০ রাত  

অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় সুনেরাহ ও পরীমনির মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। 

ঘটনার রাতেই এক প্রতিক্রিয়ায় সুনেরাহ এ ঘটনায় আকার-ইঙ্গিতে দায়ী করেন রাজের স্ত্রী পরীমনিকে। অপরদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে পরীমনি দায়ী করেছেন সুনেরাহকে।

সুনেরাহ প্রথমে ফেসবুক স্ট্যাটাসে পরীমনির নাম উল্লেখ না করে বলেন, এ ঘটনা রাজের স্ত্রীই করেছে। পরীমনি পাগলামি শুরু করেছে। এছাড়া মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনেরাহ বলেন, শরিফুল রাজই যদি বলে ছবি ও ভিডিও পরীমণি ফাঁস করেছে, তাহলে কী হবে?

এদিকে বুধবার (৩১ মে) এ ঘটনায় অভিনেত্রী তিন বন্ধু ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শরিফুল রাজ। এদিন দুপুরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আরো জানান, যারা ছবি ও ভিডিও ফাঁস করেছে তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে।

একই দিন দুপুরে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ভিডিও ফাঁসের ঘটনায় শরিফুল রাজ ও সুনেরাহ সম্পর্কে চাঞ্চল্যকর কথা বলেন পরীমনি। জানান, তার স্বামীকে ব্ল্যাকমেল করা হচ্ছে।