ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

টেলিপ্যাব থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৬:৫৬ বিকাল  

শৃঙ্খলাভঙ্গের দায়ে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতি রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন নির্মাতা আশরাফুল আলম বাবলু।

এ প্রসঙ্গে টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল জানান, শিগগিরই প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি রোকেয়া প্রাচীর। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসেন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটির সহ-সভাপতি ছিলেন রোকেয়া প্রাচী।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রোকেয়া প্রাচী। দীর্ঘদিন ধরে দলটির সম্পৃক্ততা তার। গেল নির্বাচনে  মনোনয়ন চেয়েছিলেন তিনি। সবশেষ ১৪ আগস্ট রাতে ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে অবস্থান নিয়ে হন হামলার শিকার। 

দৈনিক সরোবর/এমই