ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

ইবি প্রতিনিধি

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৮:০৩ রাত  

ছবিঃ প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দলীয় টেন্ট থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করে শাখা ছাত্রলীগ। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এসময় সহ সভাপতি তন্ময় শাহা টনি, নাইমুর রহমান জয়, আল মামুন, বনি আমিনসহ ছাত্রলীগের সহস্রাধিক কর্মী উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শাখা ছাত্রলীগ কর্মী নুরুল্লাহ লোকমানী। 

এসময় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যাকান্ডের সঠিক ইতিহাস জানার জন্য কেন্দ্রীয় মিলনায়তনে ডকুমেন্টারি প্রদর্শনীতে উপস্থিত থাকার আহবান জানান। 

পরে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যার ইতিহাস সম্বলিত ডকুমেন্টারি দেখেন। এসময় তারা হত্যাকান্ডের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারেন।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে শাখা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন।

দৈনিক সরোবর/এএস