ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভিকারুননিসা শিক্ষার্থীদের বিক্ষোভ

সরোবর প্রতিবেদক 

 প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৪:২৫ দুপুর  

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন।

রবিবার সকাল ১০টার দিকে বেইলি রোড শাখায় প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, যেসব শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে এমন হুমকি দিয়েছিলেন অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

এজন্য তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেন‌ শিক্ষার্থীরা।

একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানম, মূল শাখার সহকারী প্রধান শিক্ষক তানজিনা ইমামসহ গভর্নিং বডিরও পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

পরে অধ্যক্ষ কেকা রায় চৌধুরী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান যে, অধ্যক্ষ দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনটিই সত্য নয়। এ সংক্রান্ত কোন প্রমাণ নেই। প্রমাণ থাকলে তিনি সরে দাঁড়াবেন।

একই দাবিতে গত বৃহস্পতিবারও স্কুলটির শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছিল। ‌

এ বিষয়ে জানতে অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোন সাড়া পাওয়া যায়নি। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা

দৈনিক সরোবর/এএস