ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আজহারীর মাহফিলে অর্ধশতাধিক চুরি

পটুয়াখালী প্রতিনিধি

 প্রকাশিত: জানুয়ারী ২৬, ২০২৫, ১০:০৪ রাত  

পটুয়াখালীতে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে এসে স্বর্ণালংকার, ফোনসহ মূল্যবান জিনিসপত্র খুইয়েছেন অনেকে। সবচেয়ে বেশি চুরি হয়েছে মোবাইল ফোন। বাসাবাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত মাহফিল চলে।

মাহফিলের নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে রাতেই ৭৭ জন নানা ধরনের জিনিসপত্র হারানোর অভিযোগ করেন বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে লাখো মানুষের সমাগম ঘটে। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত মাহফিল চলে। শেষ সময়ে স্বর্ণালংকার, ফোন ও মূল্যবান জিনিসপত্র চুরির হিড়িক পড়ে। চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন চার যুবক। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মাহফিল কেন্দ্র করে পটুয়াখালীর বিভিন্ন এলাকায়ও চুরির খবর পাওয়া যায়। পটুয়াখালী শহরের হেতায়িলা বাঁধঘাট এলাকার বাসিন্দা মামুন কাজী (২৫) থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগে মামুন কাজী উল্লেখ করেন, বসতঘরে তালা দিয়ে পরিবার নিয়ে তিনি মাহফিলে যান। মাহফিল শেষে বাসায় ফিরে দেখেন, ঘরের দরজা ভেঙে সাড়ে ছয় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৭২ হাজার টাকা নিয়ে গেছে।

বোতলবুনিয়া গ্রামের আব্দুুল মালেক সিকদার (৪৬) অভিযোগ করে বলেন, তার বসতঘরের দরজা ভেঙে এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে চোর।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, অপরাধ দমনের জন্য পুলিশের ব্যাপক তৎপরতা ছিল। এরপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সদর থানায় মোট ৭৭টি জিডি হয়েছে। এরমধ্যে শনিবার ৬৫টি এবং রবিবার ১২টি মোবাইল হারানোর অভিযোগ করা হয়। এসব ঘটনায় দুই নারীসহ চার যুবক আটক হয়েছেন।

দৈনিক সরোবর/এসএফ