বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় সাবেক বিজিবি সদস্য নিহত
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ১১:১৯ দুপুর

ফাইল ফটো
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় তানভীর সাজ্জাদ নামে মোটরসাইকেল আরোহী সাবেক এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাজ্জাদের ভাই ইলিয়াস বলেন, আমার ভাই গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে মিরপুর-১০ নম্বর থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। পথে বিমানবন্দরের বলাকা ভবনের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় সে আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিই। সেখানে রাত আড়াইটার দিকে তাকে মৃত বলে জানান ডাক্তার।
ইলিয়াস জানান, সাজ্জাদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ছিলেন। আমাদের গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনীর ছাতিয়ান গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দৈনিক সরোবর/এমকে