রাজধানীতে চার কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার তিন
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:৫৪ রাত

ঢাকার মুগদা ও খিলগাঁও এলাকায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলা অভিযুক্তদের গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানার-পুলিশ।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আল-আমীন জানান, বুধবার ইফতারের পর নিজ বাসায় প্রতিবেশী জব্বার (৪০) ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
একই থানা এলাকায় মঙ্গলবার ১৩ বছরের আরেক কিশোরীকে পূর্ব পরিচিত প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস ছাদে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় কিশোরীর বাবা-মা বাইরে ছিলেন।
এসআই আল-আমিন বলেন, গ্রেফতারকৃত দুই জন দায় স্বীকার করেছে। আজ তাদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
একই থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ১৫ বছরের এক কিশোরীকে সিয়াম (১৮) নামে এক যুবক ধর্ষণ করে। এ ঘটনায় আজ থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, খিলগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গত ১৫ মার্চ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবকের নাম আলিফ সিয়াম (২০)।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ বলেন, ছেলেটি ওই কিশোরীর পূর্ব পরিচিত।
তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে নিজের কাছে নেয় আলিফ। পরে গত ২৩ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করে। কিশোরীর পরিবার থানায় অভিযোগ করলে বুধবার মামলা হয়। ওই যুবক পলাতক।
এস আই ইলিয়াস মাহমুদ বলেন, ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য আজ সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক সরোবর/ইএইচপি