ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আত্মহত্যার হুমকি ভাইরাল তরমুজ বিক্রেতা রনির

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৪:৪৮ দুপুর  

রাজধানী ঢাকার কারওয়ান বাজারের ভাইরাল তরমুজ বিক্রেতা রনি এখন তরমুজ বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন। ব্যবসায় বড় ধরনের লোকসাপড়নে তে যাওয়া নিয়ে দিয়েছেন আত্মহত্যার হুমকি। কনটেন্ট ক্রিয়েটররা তার দোকানের সামনে গিয়ে ভিড় জমানোয় তিনি তরমুজ বিক্রি করতে পারছেন না বলে জানিয়েছেন।

“ওই কিরে, ওই কিরে”, “মধু রসমালাই” ইত্যাদি স্লোগান তরমুজ বিক্রি করে সম্প্রতি ভাইরাল হন রনি। একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে ব্যাপক শেয়ার হয়। তবে ভাইরাল হওয়ার পর এই রনি এখন তরমুজ বিক্রি নিয়ে সমস্যায় পড়েছেন। তার দোকানে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন। ভিডিও করেন। কিন্তু ক্রেতারা তার দোকান এড়িয়ে যেতে থাকেন। এই পরিস্থিতিতে প্রায় দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন রনি।

এ অবস্থায় রোববার এক ভিডিওতে রনি বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লক্ষ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না। আমি তো ভিডিও করার জন্য না বলি নাই। আমি ভিডিও দিব।কর্ম করে খাইতে দেন ভাই।

এ নিয়ে নেটিজেনদের মধ্যে অনেকেই তার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রনিকে সুন্দরভাবে ব্যবসা করতে দিতে বলছেন।

এ অবস্থায় বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি ইতোমধ্যে রনির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং তারা তার তরমুজ কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

দৈনিক সরোবর/ইএইচপি