ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনা জব্দ, আটক ৯

সিলেট প্রতিনিধি

 প্রকাশিত: ডিসেম্বর ০৮, ২০২৩, ০২:৩৩ দুপুর  

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ ৯ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটকরা সবাই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী।

শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি নামলে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি তবে তাদের মধ্যে কয়েকজন শিশু আছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানের ৩২ জে ও ২১ এ-বি-সি সিটের নিচ এবং টয়লেট থেকে ২৮০টি স্বর্ণের বার ও ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ২৮০টি স্বর্ণের বারের ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম এবং ছয়টি স্বর্ণের ডিমের মোট ওজন ১ কেজি ৫৯১ গ্রাম।

সহকারী কমিশনার সাজেদুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস এবং এনএসআইয়ের যৌথ অভিযানে চোরাচালানের বিপুল পরিমাণ স্বর্ণ আটক করা হয়েছে।  আটক করা প্রায় ৩০ কেজি ওজনের এসব সোনার মধ্যে আছে ২৮০টি বার ও ছয়টি ডিম আকৃতির স্বর্ণখণ্ড।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ৯ যাত্রীকে সাসপেক্ট করেছি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও আছে। তবে ৩-৪ জন বলছে, তারা কিছুই জানেন না।

ওসমানী বিমানবন্দরের এই কর্মকর্তা আরো বলেন, বিস্তারিত জানাতে আমাদের আরেকটু সময় লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন। তারা আসলে আমরা সবগুলো ওপেন করবো। আটকরা আমাদের কাস্টডিতে আছেন।

দৈনিক সরোবর/এএস