ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ দিলো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক  

 প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০৪:৩০ দুপুর  

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার সামনে সবচেয়ে কম রানে অলআউট হয় কি না নেদারল্যান্ডস- সেই প্রমাদ গুনছিলো সবাই। কিন্তু হঠাৎ করেই লঙ্কান বোলারদের সামনে সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিক ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

১৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন নেদারল্যান্ডসের এই দুই ব্যাটার। যার ফলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ডাচরা।

লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাটাররা বাজে পারফরম্যান্স করলেও শেষ দিকে অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিকের দৃঢ়তায় ২৬২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

শ্রীলঙ্কান হয়ে দিলশান মধুনশঙ্কা এবং কাসুন রাজিথা নেন ৪টি করে উইকেট। ১ উইকেট নেন মহেশ থিকসানা।

দৈনিক সরোবর/এএস