হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে: সালাউদ্দিন
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৩, ১২:৫৭ দুপুর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন
রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর আবারও হাথুরুসিংহেকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফায় বাংলাদেশ দলের কোচ হিসেবে কাগজ-কলমে হাথুরুসিংহ বেশ সফল ছিলো। তবুও তিনি যেভাবে চলে গেছেন, তাতে তাকে আবার ফিরিয়ে আনা নিয়ে আছে সমালোচনা।
চুক্তির মাঝপথে বাংলাদেশ ছেড়ে যাওয়া এই কোচকে ফের নিয়ে আসা যে খুব একটা ভালো চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শনিবার বিপিএলের ম্যাচের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। কারণ তা না হলে আসলে এভাবে আমরা... কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে। তা আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।’
হাথুরুসিংহের সহকারী কে হবেন, এ নিয়েও আছে আলোচনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বেশ কয়েকজন আসবেন ইন্টারভিউ দিতেও। সালাউদ্দিন কি এই পদে কাজ করতে আগ্রহী? তার জবাব, সহকারী হিসেবে নেওয়া দরকার বোর্ডের কাউকে।
তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বোর্ডে যাদের চাকরি আছে, তাদের থেকে নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাথুরুসিংহে সম্পর্কে জানে। তারা হয়তো তাকে বেস্ট সার্ভটা করতে পারবেন। আমি আসলে ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না, এমনকি এইচপির ছেলেদেরও চিনি না। আমার একটা জায়গায় কাজ করতে হলে সব জ্ঞান লাগবে এবং সেই কোচটা সম্পর্কে ধারণা থাকতে হবে।’
সালাউদ্দিন আরো বলেন, হাথুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ তা আমি জানি না। আমি যার সঙ্গে কাজ করবো তার ব্যাপারে আমার জানা দরকার। কারণ আমার এখন যেই বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমারও আছে কি না আমি জানি না। কারণ গত ৫-১০ বছর ধরে প্রধান কোচ হিসেবে আমি নিজেই কাজ করছি। এখন সহকারী কোচের দায়িত্বটা আমি পারব কি না, আমার সেই সার্বিক ক্ষমতা আছে কি না সেটাও দেখতে হবে। কারণ সহকারী কোচদের কাজ অনেক বেশি। তো বোর্ডে যারা আছে, তাদের মধ্যে থেকে দিলে তারা সেরা ফলটা পাবে।
দৈনিক সরোবর/এমকে