ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১২:৫৭ রাত  

ছবি: দৈনিক সরোবর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট-২০০২’। যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ক্যারম ফেডারেশনের হল রুমে টুর্নামেন্ট উদ্বোধন করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহমুদুল হাসান শামিম। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

আশরাফ আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তাদের জন্যই পেয়েছি আমরা এ স্বাধীন বাংলাদেশ। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এসেছেন। সভাপতির পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে আমরা সেই মোতাবেক আরো টুর্নামেন্ট করবো।

তিনি আরো বলেন, বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। আমরা সারাবছরই খেলার মধ্যে থাকি। বিজয় দিবস ক্যারম আমাদের বার্ষিক ক্যালেন্ডারের একটি ইভেন্ট। আমরা রেগুলার খেলার মধ্যেই আছি।

জাতীয় দলের খেলোয়াড়সহ ৬৫ জন (পুরুষ ৫০ ও মহিলা ১৫) খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাফরুল ইসলাম বাবুল, আম্পায়ার ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

দৈনিক সরোবর/এমকে