যৌন হেনস্তার অভিযোগ: টিম হোটেল থেকে শ্রীলংকার ক্রিকেটার গ্রেপ্তার
প্রকাশিত: নভেম্বর ০৬, ২০২২, ১২:৪২ দুপুর

ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে হেরে বিশ্বকাপের চলতি আসর থেকে বিদায় নিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলংকা। তবে ম্যাচ হারার পর বড় দুঃসংবাদ দিয়েছে লঙ্কান ক্রিকেট। টিম হোটেল থেকে নিউ সাউথ ওয়েলসের পুলিশ গ্রেপ্তার করেছে শ্রীলংকার ওপেনার দানুস্কা গুনাথিলাকাকে। তার বিরুদ্ধে ২৯ বছরের এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ আনা হয়েছে।
রবিবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
গুনাথিলাকা বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তার পরিবর্তে শ্রীলংকা দলে সুযোগ পায় ট্রাভেলিং রিজার্ভ আশেন বান্দারাকে।
শনিবার দিবাগত রাতে অর্থাৎ রবিবার শ্রীলংকার টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করে।
গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে তারকা ক্রিকেটারের বিরুদ্ধে, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, একটি অনলাইন ডেটিং অ্যাপে বেশ কিছুদিন সংশ্লিষ্ট মহিলার সঙ্গে কথা হয় গুনাথিলাকার। ২ নভেম্বর সন্ধ্যায় রোজ বে-র একটি আবাসনে তারকা ক্রিকেটার ওই মহিলাকে যৌন হেনস্তা করেন বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
এদিকে খবরটি প্রকাশ্যে আসার পর রবিবার (৬ নভেম্বর) সকালে এসএলসি একটি বিবৃতি জারি করে।
শ্রীলংকা ক্রিকেট নিশ্চিত করেছে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে দানুস্কা গুনাথিলাকাকে সিডনিতে একজন মহিলার যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং গুনাথিলাকাকে আগামীকাল (৭ নভেম্বর) আদালতে হাজির করা হবে।
এসএলসি বিবৃতিতে জানায়, এসএলসি আদালতে প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং আইসিসির সঙ্গে পরামর্শ করে দ্রুত এই বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করবে এবং দোষী প্রমাণিত হলে খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
গুনাথিলাকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যান। তিনি ছিটকে গেলেও দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়ে গিয়েছিলেন। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে তিনি শ্রীলংকার হয়ে আটটি টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬ টি-টোয়েন্টি খেলেছেন।
দৈনিক সরোবর/এমকে