ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

শুরুর চাপ সামলে শ্রীলংকাকে ১৬৪ রানের লক্ষ্য দিলো নামিবিয়া

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১২:০৭ দুপুর  

ছবি: সংগৃহীত

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিলো নামিবিয়া। সেই চাপ ভালোভাবেই সামলে উঠেছেন ব্যাটাররা। প্রথমে লংকান বোলারদের তোপ সামলাতে না পারলেও শেষে সেটাই ভালোই খেলেছেন ইরাসমাসরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নামিবিয়া নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে। জেন ফ্রাইলিংক দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া স্মিত খেলেন ১৬ বলে ৩১ রানের ঝড়ো একটা ইনিংস।

শ্রীলংকার হয়ে প্রমোদ মাধুশান সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। এছাড়া থিকশানা, চামিরা, হাসারাঙ্গা ও করুণারত্নে নেন একটি করে উইকেট।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারে তারা ৫ রান সংগ্রহ করতে পারে নামিবিয়া। দ্বিতীয় ওভরেই তাদের দুর্গে আঘাত হানেন দুসমন্ত চামিরা। গুড লেংথে করা শর্ট ডেলিভারিটিটি লেগে খেলতে চেয়েছিলেন ভেন লিংগেন। কিন্তু এজ হয়ে তা প্রমোদ মাধুশানের হাতে ধরা দিয়েছে। ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে নামিবিয়া।

তৃতীয় ওভারে শেষ বলে ফের উইকেট শিকার করেন প্রমোদ। ডেলিভারিটি ছিল গুড লেংথের। ব্যাটার ডিভান লা কুক বলটিকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগিয়ে দেন। বল উঠে যায় উপরে এবং দাসুন শানাকা ক্যাচটি তালুবন্দী করে নেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

তৃতীয় উইকেট জুটিতে নিকোল লফটি ইটন ও বার্ড হাত খুলে খেলতে থাকেন। তবে তাদের জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারর শেষ বলের আগের ডেলিভারিটি আউটসাইড অফ দিয়ে স্লোয়ার কাটার দিয়েছিলেন করুণারত্নে। যা ব্যাটে কোনায় লেগে হাওয়ায় ভাসতে ভাসতে উইকেটক্ষকের হাতে ধরা দেয়।

তবে শুরুর চাপ ভালোই সামলে উঠেন মিডল-অর্ডার ও লোয়ার-অর্ডার ব্যাটাররা। তাতে ১৬৩ রানের পুঁজি পায় নামিবিয়া। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে শ্রীলংকার চাই ১৬৪ রান।

নামিবিয়া স্কোয়াড: স্টেফান বার্ড, ডেভিড উইজ, জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন (উইকেটকিপার), ডিভান লা কক, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো।

শ্রীলংকা স্কোয়াড: পাথুম নিশানকা, কুমল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, প্রমোদ মাদুশান, মাহিশ ঠিকশানা।

দৈনিক সরোবর/এমকে