ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

এখন কোনো চাপ অনুভব করছি না: পররাষ্ট্রমন্ত্রী

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: জানুয়ারী ১৪, ২০২৪, ০৪:১৮ দুপুর  

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচন নিয়ে গভীর চাপ, মধ্যম চাপ, বহু ধরনের চাপ ছিল, তবে সব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। এখন কোনো চাপ অনুভব করছি না। তবে আমরা বিশ্বাস করি, সব দেশেরই পর্যবেক্ষণ থাকেন, আমরা সেগুলোর মূল্য দেই।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে সব দেশেরই কম বেশি প্রশ্ন থাকে। নির্বাচনের পর ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি পর্যবেক্ষকরা দেখা করতে গিয়েছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক প্রধানমন্ত্রীকে বলেছন, ভালো একটি নির্বাচন হয়েছে। তবে আমাদের দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে। নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই একযোগে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন।

রোহিঙ্গা ইস্যুতে ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা  প্রত্যাবাসন নিয়ে আলোচনা অব্যাহত আছে। কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান হবে বলে আশা করি।

নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সব দেশেরই ন্যারেটিভ থাকে। তবে দিন শেষে আমরা সবাই একযোগে কাজ করবো।

এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, ইকোনমিক ডিপ্লোম্যাসিতে গুরুত্ব দিতে চাই। আমরা শুধু পশ্চিমা নয়, পূর্বদিক ও আফ্রিকা অঞ্চলে বাজার সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক সরোবর/এএস