ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ চুরি, চার কর্মকর্তা বরখাস্ত

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৫:১২ বিকাল  

হযরত শাহজালাল বিমানবন্দরের শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ গায়েবের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে কাস্টমসের চার কর্মকর্তাকে।

মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউসের ওয়েবসাইটে বরখাস্তের আদেশের কপি আপলোড করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমসের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদকে সাময়িক বরখাস্তকালীন সময়ে ঢাকা কাস্টমস হাউস অফিস চলাকালীন নিয়মিত উপস্থিত থাকতে বলার পাশাপাশি ডেপুটি কমিশনারের (জনপ্রশাসন) নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।

২০২০ সাল থেকে প্রতি মাসে হযরত শাহজালাল বিমানবন্দরে বিভিন্ন যাত্রীরে কাছ থেকে অবৈধ পথে আনা জব্দ করা স্বর্ণ গুদামে রাখা হতো। সবশেষ গত ১৩ আগস্ট পর্যন্ত জব্দ করা স্বর্ণ গুদামে রাখা হয়। এ ক্ষেত্রে প্রতি ছয় মাস পরপর স্বর্ণের পরিমাণ যাচাই-বাছাই করা হয়। তবে ২ সেপ্টেম্বর যাচাই করতে গিয়ে কাস্টমস কর্মকর্তারা দেখতে পান- কয়েকটি লকার থেকে বিভিন্ন সময়ে জব্দকৃত সোনার বার সেখানে নেই। প্রথমে বিষয়টি ধামাচাপাও দেওয়ার চেষ্টা করা হলেও পরে সেটি প্রকাশ পায়।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কাস্টমস বিভাগ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুদামে কিছুদিন আগেও সিসি ক্যামেরা সক্রিয় ছিল। কিন্তু চুরির ঘটনা প্রকাশে আসার পর জানা গেছে সিসি ক্যামেরা নষ্ট। যদিও সব ক্যামেরাই নষ্ট নয়। যে লকারগুলো থেকে স্বর্ণের বার চুরি হয়েছে, শুধু সেখানকার ক্যামেরাই নষ্ট। এই সিসি ক্যামেরাগুলা থেকে কোনো ফুটেজ পাওয়া যায়নি।

দৈনিক সরোবর/এএস