ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

এবারও দুর্গাপূজায় ইলিশ যাচ্ছে ভারতে 

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৮, ২০২৩, ০৫:০২ বিকাল  

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিচ্ছে ভারতে ইলিশ রপ্তানির। ইতোমধ্যে ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে প্রায় একশ প্রতিষ্ঠান আবেদন করেছে।

মন্ত্রণালয়ের রপ্তানি শাখা সূত্রে জানা গেছে, প্রতিবছর বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। এবারও সেই ধারাবাহিকতায় অনুমতি দেওয়া হবে। তবে কত প্রতিষ্ঠানকে কী পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক রপ্তানি শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ ভারতে এবারও ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে। তবে কী পরিমাণ অনুমোদন দেবো সেটি চূড়ান্ত হয়নি। অনেকেই আবেদন করেছেন, সেখান থেকে যাচাই-বাছাই করবো। প্রায় একশ প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে মৌসুমি ব্যবসায়ী বেশি। সেখান থেকে আমরা একটি সংক্ষিপ্ত তালিকা করবো। আগামী ১৫ তারিখের মধ্যে বৈঠক করে এটি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, গতবার যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে নির্ধারিত পরিমাণ মাছ রপ্তানি করতে পারেনি। অনেকে একেবারেই রপ্তানি করতে পারেনি। মাছ রপ্তানির বিষয়টি মূলত কী পরিমাণ মাছ ধরা পড়লো সেটির ওপরও অনেকটা নির্ভর করে। তাই আমরা প্রতিষ্ঠানের সক্ষমতা দেখে অনুমতি দেবো।

গত বছর ৪৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল।

দৈনিক সরোবর/এএস