ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন চলবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৫:৪৩ বিকাল  

ছবি: ইন্টারনেট

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঢাকা থেকে ট্রেনে চড়ে কক্সবাজারে যাওয়া যাবে সেপ্টেম্বর মাসে।  

পর্যটন নগরী কক্সবাজারকে যুক্ত করতে নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ মঙ্গলবার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মঙ্গলবার সকালে কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়ার নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। এরপর রামু স্টেশন ও চকরিয়ার ডুলহাজার রেল লাইন নির্মাণের কাজ পরিদর্শন করেন।

প্রকল্পের ৮৪ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছাবে ট্রেন। এর জন্য সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে।

মন্ত্রী বলেন, আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন, যার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এটি কেবল কক্সবাজারে গর্ব না, এটি বাংলাদেশের গর্বও বটে।