ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ঝিনাইদহ হবে উন্নত জেলা: পান্নু

ঝিনাইদহ প্রতিনিধি

 প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৫, ০৬:১৭ বিকাল  

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু বলেছেন, শতভাগ দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে চিকিৎসার মানোন্নয়নের মাধ্যমে ঝিনাইদহকে উন্নত জেলায় পরিণত করতে কাজ করে যাবো।

শনিবার ঝিনাইদহের ডায়াবেটিক সমিতির মাঠে বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারুজ্জামান কামাল এবং প্রস্তাবিত বাজেট ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন হাফিজুর রহমান।

কামাল আজাদ পান্নু বলেন, আমরা নির্বাচনের সময় একটি ইশতেহার ঘোষণা করেছিলাম, আমাদের যারা নির্বাচিত করেছেন তাদের ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের নির্বাচনী ইশতেহার পুরোপুরি বাস্তবায়নের জন্য চেষ্টা করবো।

বিদায়ী সভাপতি মীর নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমির আবু বকর মো. আলী আজম।

মূল বক্তব্য রাখেন- তিন বছর মেয়াদী নব নির্বাচিত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন,সহ-সভাপতি জাহিদুজ্জামান মনা এবং আক্তারুজ্জামান। সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখের ইসলাম উদ্দীন, আনিছুর রহমান খোকা, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং আসিফ ইকবাল মাখন প্রমুখ।

দৈনিক সরোবর/এএস