আলী ইমাম মজুমদার পেলেন ভূমি উপদেষ্টার দায়িত্ব
সরোবর প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৫, ০৬:২৭ বিকাল

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত আলী ইমাম মজুমদার।
অতিরিক্ত হিসেবে তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ১০ নভেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছেন।
দৈনিক সরোবর/ইএইচপি