ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির

সরোবর ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:৩৮ বিকাল  

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছরে দেশটিতে পাঁচ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, যা সংস্থাটির আগের পূর্বাভাসের চেয়ে কম।

এর আগে গত এপ্রিলের পূর্বাভাসে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ হবে বলে জানিয়েছিল ম্যানিলাভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাটি।

এডিবি বলছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বন্যা বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।

রাজস্ব ও আর্থিক নীতিগুলো কঠোর থাকবে বলে প্রতিবেদনে আশা করা হচ্ছে, তবে ক্রয় ও বিনিয়োগ আরও কমতে পারে। নেতিবাচক ঝুঁকি থাকায় সামষ্টিক অর্থনীতির পূর্বাভাস অত্যন্ত অনিশ্চিত।

প্রাথমিকভাবে এই ঝুঁকিগুলো চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাতে দুর্বলতা থেকে সৃষ্টি হয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা

দৈনিক সরোবর/এএস