ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

আনার হত্যাকাণ্ডে ১২০০ পাতার চার্জশিট জমা

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৩:৫৫ দুপুর  

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রহস্যজনকভাবে খুন হওয়া বাংলাদেশের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঘটনার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, এই ঘটনায় বারাসাত আদালতে ১২শ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে।

সিআইডি এই হত্যার ঘটনায় চার্জশিটে জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়াম নামে দুইজনকে অভিযুক্ত করেছে।

চার্জশিটে হত্যার বিবরণ থাকলেও হত্যার কারণ সম্পর্কে কোনো উল্লেখ নেই। এ ব্যাপারে তদন্তকারী সংস্থাটি বলছে মরদেহের যে অংশবিশেষ উদ্ধার করা হয়েছে সেটির ডিএনএ টেস্ট হয়নি।

এ কারণে এটি সাবেক এমপি আনারের মরদেহ কি না সেটা চার্জশিটে তা স্পষ্ট করা যায়নি।

গত ১২ই মে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন সাবেক এমপি আনার। গত ১৮ই মে বরাহনগর থানায় নিখোঁজের অভিযোগ জমা পড়ে। তদন্তে তার হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে।

সিআইডি তদন্তভার নেওয়ার পরে গত মে মাসেই জিহাদ ও সিয়ামকে গ্রেফতার দেখানো হয়।

তদন্তকারীরা কিছু দেহাবশেষ উদ্ধার করলেও তা সাবেক এমপি আনারের কি না তা এতোদিনেও নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা

দৈনিক সরোবর/এএস