ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

পানি বিশুদ্ধকরণের সহজ উপায়

সরোবর  ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৫:৫১ বিকাল  

একজন মানুষের সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পান করার কোন বিকল্প নেই। তবে দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে এখন বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এক্ষেত্রে বন্যার পানি বিশুদ্ধ করতে প্রয়োজনীয় পরিমাণ (১/২/৫ লিটার) পানি একটি পাত্রে নিন। দুটি ধাপে পানিকে নিরাপদ করুন-

ফিটকিরি

এক লিটার পানির জন্য এক চিমটি (০.৫ গ্রাম) ফিটকিরি পানিতে ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পানিতে থাকা ময়লাগুলো তলানিতে জমা হলে অন্য একটি পাত্রে পানি ঢেলে নিন।

পাতলা কাপড়

৪-৮ ভাঁজ পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন। এই পদ্ধতিগুলো পানির স্বচ্ছতা বাড়ায়, তবে পানিকে নিরাপদ করতে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে। এই পদ্ধতিগুলো পানির স্বচ্ছতা বাড়ায় কিন্তু নিরাপদ করতে দ্বিতীয় ধাপ অনুসরণ করুন।

ফুটানো

প্রয়োজনীয় পরিমাণ পানি কমপক্ষে ৩ মিনিট ধরে ফুটন্ত অবস্থায় রাখার পর ঠান্ডা করে নিন। এই পানি পান করার জন্য নিরাপদ।

ব্লিচিং পাউডার

এক লিটার পানির জন্য ১ চিমটি ব্লিচিং পাউডার পানিতে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এই পানি পান করার জন্য নিরাপদ।

বিশুদ্ধকরণ ট্যাবলেট

পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রয়োজনমতো পানিতে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এক্ষেত্রে সংশ্লিষ্ট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবহারবিধি মেনে পানিকে নিরাপদ করুন। সূত্র: ইউএস সিডিসি

দৈনিক সরোবর/এমই