শিক্ষক নিয়োগে দুর্নীতি: ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশিত: মার্চ ০৭, ২০২৩, ০৮:০৬ রাত

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটির সদস্যসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন -কুষ্টিয়ার কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আবুল কাশেম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান অরুন, শিক্ষক প্রতিনিধি ও ভোকেশনাল শাখা ট্রেড ইন্সট্রাক্টর মো. আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক (গণিত) মো. খলিলুর রহমান।
এছাড়া নিয়োগপ্রাপ্ত ১৮ জনকেও আসামি করা হয়েছে। যাদের আসামি করা হয়েছে তারা হলেন- কুমারখালীর বাসিন্দা আসমা বেগম মালা, এস এম আতি বিন বাপ্পী, শেখ মো. সেলিম রেজা,সাথী আক্তার,বাসনা রানী কর্মকার, মোছা. রুপালী খাতুন, সনজিত কুমার বাঁশফোর, মো. নাসিম হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আমিরুল ইসলাম, মোছা. খাদিজাতুল কোবরা, আব্দুল্লাহ আল মামুন, দাউদকান্দির মনিরা পারভীন, কুষ্টিয়া সদরের আব্দুল্লাহ মোহাম্মদী, রাজবাড়ীর আমিরুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম।
দৈনিক সরোবর/ আরএস