ঢাকা, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

স্বামীর মৃত্যুর আসল কারণ জানালেন জুবিনপত্নি

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৪১ রাত  

জুবিন গার্গের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত্যুর কারণ হিসেবে স্কুবা ডাইভিংয়ের কথা শোনা গিয়েছিল। তবে ভারতের গুয়াহাটির এক আইনজীবীর দাবি আয়োজকদের অবহেলায় মৃত্যু হয়েছে গায়কের। এবার মুখ খুললেন জুবিনপত্নি। জানালেন স্বামীর মৃত্যুর আসল কারণ!

ভারতীয় সংবাদমাধ্যমকে জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া বলেন, জুবিন সাত-আটজনের সঙ্গে ইয়টে করে ওই দ্বীপে গিয়ছিল। ওর সঙ্গে ড্রামার শেখর ছিল, সিদ্ধার্থ ছিল। একসঙ্গে সাঁতার কেটে ওরা ইয়টে ফিরেও আসে। সবাই লাইফ জ্যাকেট পরেছিল। কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিল। সেই সময়েই সিজার অ্যাটাক (মৃগী) হয় ওর।

এরপর বলেন, এর আগেও একাধিকবার মৃগীতে আক্রান্ত হয়েছিল জুবিন। তবে প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু এবার আর ফাঁকি দিতে পারল না! জুবিনের অস্বাভাবিকতা দেখে ওর বন্ধুরা ওকে উদ্ধার করে আনে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দু’ঘণ্টা ভর্তিও ছিল ও।

জুবিনের সাথে গরিমায় বিয়ে ২০০০ সালে। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, লেখক ও প্রযোজক। স্বামীর জনপ্রিয়তার আলোয় কখনও পথ চলেননি। কিন্তু সঙ্গীর মৃত্যুতে ভেঙে পড়েছেন। কাছের মানুষদের স্বান্তনাও স্বাভাবিক করতে পারছে না তাকে।  

আজ ২০ সেপ্টেম্বর ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের। তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি। কিন্তু স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দৈনিক সরোবর/এএস