ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

‘ভয়ংকর আয়নাঘর’ সিনেমা নির্মাণের ঘোষণা বদিউল খোকনের

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৬:৫৩ বিকাল  

শেখ হাসিনার পতনের পর সামনে আসে আয়না ঘরের কথা। আয়না ঘরে সরকারের বিরাগভাজনদের ওপর চালানো হতো চরম নির্যাতন। বছরের পর বছর আটকে রাখা হতো তাদের। এরইমধ্যে আয়না ঘর নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা জয় সরকার। 

এবার পরিচালক বদিউল আলম খোকনও আয়না ঘর নিয়ে ছবি বানানোর ঘোষণা দিলেন। ‘ভয়ংকর আয়নাঘর’ নামে ছবিটি নির্মাণ করবেন তিনি। 

খবরটি সংবাদমাধ্যমকে খোকন নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিগত সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার সম্পর্কে সবাই পুরোপুরি জানতে পেরেছে। তবে আমরা আরো আগেই এর আংশিক জানতে পেরেছিলাম। তখনই এটা নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করেছিলাম।

এরপর বলেন, এমন ঘটনা যেন সমাজে পুনরাবৃত্তি না ঘটে সে জন্যই সিনেমার মাধ্যমে সমাজকে সচেতন করতে কাজটি করছি। এখনই ছবির পাত্র-পাত্রীদের নাম প্রকাশ করতে চাই না। দর্শকের আগ্রহ বাড়ুক। ছবি মুক্তির ঠিক আগে আগে বড় প্রচারণার মাধ্যমে নতুন জুটিকে পরিচয় করিয়ে দেব।

খোকন জানিয়েছেন নভেম্বরের প্রথম দিন থেকেই শুরু হবে ছবির শুটিং। ঢাকা ও এর আশেপাশেই চলবেই দৃশ্যধারণের কাজ। ছবিটি প্রযোজনা করবে মা মণি ফিল্ম প্রোডাকশন।

দৈনিক সরোবর/এমই