ইবি ছাত্রীর মৃত্যুতে লেখক ফোরামের দোয়া মাহফিল
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৮:২৬ রাত

ছবিঃ প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সৌধের সামনে শাখার মাসিক সাধারণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুন, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, উপ-দপ্তর সম্পাদক রুহুল আমিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হুমায়রা আনজুম অন্তু, অর্থ সম্পাদক খায়রুজ্জামান খান সানি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তুহিন বাবু ও সম্পাদকীয় পর্ষদ রুখসানা খাতুন উপস্থিত ছিলেন। এসময় অর্ধশতাধিক তরুণ লেখক উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শাখা সদস্য হাফিজুর রহমান।
অনুষ্ঠানে নওরীন নুসরাতের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সদস্য নওরীন নুসরাত কেন্দ্রীয় মাসিক সেরা লেখকসহ আমাদের শাখার জন্য অন্যান্য সম্মাননা বয়ে আনেন। এই শাখায় অনেক স্মৃতি জড়িত রয়েছে নওরীন নুসরাতের। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে দোয়া মাহফিল শেষে সদস্যদের মাঝে কর্মশালার সার্টিফিকেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৮ টি শাখার মধ্যে পরপর ৪র্থ বারের 'বর্ষসেরা' শাখা নির্বাচিত হয়।
দৈনিক সরোবর/এএস