ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

কুবিতে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

কুবি প্রতিনিধি

 প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ১০:৩০ রাত  

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাধিক মানুষ সেবা গ্রহণ করেছে।

শুক্রবার সকাল এগারোটায় এই ক্যাম্প উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

ক্যাম্পে বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্বিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজ থেকে সহ মোট ১৪ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারদের প্যানেল ক্যাম্পে উপস্থিত ছিলেন এ উদ্বোধনের পর থেকে বিকাল ৩ টা  পর্যন্ত এই ক্যাম্প থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এলাকার অসহায়, অনাথ-দুস্থ ও সুবিধাবঞ্চিতরাসহ  প্রায় শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।

এই ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডা: নেসারুল হক খাদেম (চক্ষু ও বিজ্ঞান বিভাগ), ডা: চয়ন ভৌমিক( চক্ষু ও রসায়ন বিভাগ), ডা: মির্জা শামীম ( ডায়াবেটিস, থাইরয়েড, চর্ম ও যৌন বিশেষজ্ঞ), ডা: তানবীর জামান(শিশু বিভাগ), ডা: আসিফ আরিফিন (মেডিসিন লিভার কিডনি বিভাগ), ডা: অপর্না সরকার ( গাইনী প্রসূতি বিভাগ), ডা: নাহিন মাহমুদ (নিউরো মেডিসিন বিশেষজ্ঞ), ডা: মো: নাজমুল হুদা নাঈম (বক্ষব্যাধী মেডিসিন বিভাগ), ডা: রাজ্জাক (চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ), ডা: নওসান খান ( মেডিসিন ও বাতব্যাথা বিশেষজ্ঞ), ডা: স্বজল পাল(মেডিসিন) ডা: শেখ ইমরান আলম( ডায়াবেটিস ও থাইরয়েড চর্ম বিশেষজ্ঞ),  ডা: তাসনিন নুশি ( গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিভাগ), ডা: মেহেদী আল মাহমুদ ( মেডিসিন ও বাত ব্যাথা বিশেষজ্ঞ)।

উক্ত মেডিক্যাল ক্যাম্পের আহ্বায়ক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া বলেন, উপচার্য  স্যারের সার্বিক দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন। ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা-কর্মচারী,ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় শতাধিক লোক চিকিৎসা নেন। আমরা সামনেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখবো।  কমিউনিটি এনগেজমেন্টের দিক থেকে আমরা এ ধরনের ফ্রি ক্যাম্প আয়োজন করে যাচ্ছি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, মেডিকেল ক্যাম্পের উদ্যোগটা একটা ব্যাতিক্রমধর্মী আয়োজন। সাধারণত এ ধরণের প্রোগ্রাম দেখা যায় না। বঙ্গবন্ধু সব সময় নিপিড়ীত ও মুক্তিকামী মানুষের জন্য সংগ্রাম করতেন তাই প্রান্তিক জনপদের মানুষের কথা ভেবে  আমরা এ ধরনের প্রোগ্রামের উদ্যোগ নিয়েছি।

এই ক্যাম্প উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান,  সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এন এম রবিউল আউয়াল চৌধুরী, দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্লাহ্, মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্ধ। 

উল্লেখ্য, এর আগে ১৬ ই ডিসেম্বর ফিন্যান্স এন্ড  ব্যাংকিং বিভাগের আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিলো।

দৈনিক সরোবর/ আরএস