ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

জবি উপাচার্যের সাথে পোল্যান্ড ও নরওয়ে গবেষক দলের সাক্ষাৎ

আনিকা তাহসীন, জবি

 প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৬:৪৯ বিকাল  

ছবি: প্রতিনিধি

University of Warsaw, Poland-এর গবেষকবৃন্দ  Dr Karolina Sobczak-Szelc ও Dominik  Wach; এবং Norwegian Research Centre (NORCE), Norway এর গবেষকবৃন্দ  Dr Jorg Harpainnter ও Astrid Espegren জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.ইমদাদুল হক-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক-এর আমন্ত্রণে রোহিঙ্গা বিষয়ক যৌথ গবেষণা করেতে গবেষকবৃন্দ বাংলাদেশে এসেছেন। গবেষণার অংশ হিসেবে বাংলাদেশের কক্সবাজার জেলার রোহিঙ্গা শিবিরে গত ১০/১০/২০২২ থেকে ২২/১০/২০২২ ইং তারিখ পর্যন্ত মাঠকর্ম পরিচালনা করেন। 

গবেষক দলের সাথে ভবিষ্যত যৌথ গবেষণা বৃদ্ধি এবংউভয় প্রতিষ্ঠানের মধ্যে Memorandum of Understanding (MoU)বিষয়ক আলোচনা করা হয়।

দৈনিক সরোবর/আরএস