ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

টাকা উত্তোলনের সীমা প্রত্যাহার

সরোবর ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ০৭:৫১ বিকাল  

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৮অগাস্ট) থেকেই ব্যাংক থেকে যে কোন অংকের অর্থ উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে বাংলাদেশ ব্যাংকের দেয়া নিষেধাজ্ঞা জারির এক মাস পর তা তুলে নেয়া হলো। পরে ধাপে ধাপে টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে। গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন। এর আগের সপ্তাহে এই সীমা চার লাখ টাকা ছিল।

শেখ হাসিনার সরকারের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়লে, গত সাতই অগাস্ট কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের দৈনিক নগট টাকা উত্তোলনের পরিমাণ সীমিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়।

দৈনিক সরোবর/এমই