ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ডিইউজের সভাপতি তপুর জন্মদিন আজ

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৭:২২ বিকাল  

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বিপ্লবী সাংবাদিক নেতা সাজ্জাদ আলম খান তপু'র শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে এক শুভক্ষণে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর এলাকায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের স্বনামধন্য সাংবাদিক সকলের প্রাণ সাজ্জাদ আলম খান তপু। 

ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন তিনি। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা ভাবনা ভাবতে চান না এ সাংবাদিক নেতা। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবক হিসাবে কাজ করেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর সঙ্গে জড়িত।

সাজ্জাদ আলম খান তপু সব সময় সাহসীকতার সাথে সাংবাদিকদের অধিকার আদায়ের কথা তুলে ধরেন। জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেনী পেশার লোক তাকে শুভেচ্ছা বার্তা জানান।

জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছে দৈনিক সরোবর পরিবার।

দৈনিক সরোবর/এএস