ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কেরানীগঞ্জে অবৈধ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জ প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৩, ০৯:০৮ রাত  

ছবিঃ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কুমড়া দিয়ে ভেজাল হারবাল ঔষধ তৈরি হচ্ছে।

শনিবার বিকেলে উপজেলার কদমতলী মডেল টাউন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে বিষয়টি ধরা পড়ে।

এসময় ভেজালবিরোধী অভিযানে তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানা নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অর্থদণ্ড প্রাপ্ত হলেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী মডেল টাউন এলাকার মৃত মো. আবুল হোসেনের ছেলে মো.শামীম হোসেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর নির্দেশনায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে সহযোগীতা করেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন  জানান, কেরানীগঞ্জে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে হারবাল ওষুধ  তৈরীর অপরাধে  ও বৈধ কাগজ পত্র দেখাতে না পারায়, কারখানা মালিক শামীম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দৈনিক সরোবর/এএস