ধানমন্ডিতে ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
প্রকাশিত: জুলাই ০৭, ২০২৩, ০৪:১১ দুপুর

প্রতিকী ছবি
রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের ছাদে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে আসামি মাহাদি হাসান জারিফকে গ্রেপ্তার করা হয়। সে ধর্ষণের কথা স্বীকার করেছে।
গত সোমবার সন্ধ্যার ঘটনায় ওই ছাত্রী নিজেই থানায় গিয়ে অভিযোগ করেন। পরে মামলা করেন তার বাবা। এরপর থেকেই মাহাদিকে গ্রেপ্তার অভিযান শুরু করে পুলিশ।
ধানমণ্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘গত রাতে বরিশাল থেকে মাহাদিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাদি ধর্ষণের কথা স্বীকার করেছে। সে বরিশালে থাকে। কল্যাণপুরে তারা মামার বাসায় বেড়াতে এসে ধর্ষণ করে।’
ওসি আরো বলেন, ‘গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। সে নিয়মিত ধানমন্ডি লেক ও এর আশেপাশে ঘুরে বেড়াত। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেলও আছে। একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে জানতে পেরেছি।’
ঘটনার বিবরণ দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘গত ৩ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসে। সে মন খারাপ করে বসে ছিল। এই সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ সরল হওয়ায় তার ফাঁদে পড়ে যায়। মাহাদি তরুণীকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরায়। এর এক পর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাত তলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ধর্ষণ করে। পরে মেয়েটাকে রেখে সে পালিয়ে বরিশাল চলে যায়।’
দৈনিক সরোবর/আরএস