ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নিকুঞ্জে সিটি সেন্টার কলেজ হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০১:০১ রাত  

নিকুঞ্জের সিডিসি টাওয়ারে আগুন

রাজধানীর নিকুঞ্জে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানান রোজিনা আক্তার।

দৈনিক সরোবর/এমকে