ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০

বুধবার দুপুর পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৪:২০ দুপুর  

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য মঙ্গলবার সকাল থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার এনআইডি কর্তৃপক্ষ এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবার সার্ভার বন্ধ। মঙ্গলবার সারাদিন বন্ধ থাকবে তবে বুধবার সকালে চালু হবে।

দৈনিক সরোবর/এএস