বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে: চীন
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৯:৫২ সকাল
বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে চীন। একইসঙ্গে দেশটি বিশ্বাস করে, বাংলাদেশের সরকার ও জনগণের সক্ষমতা রয়েছে নিজেদের সমস্যা সমাধানের।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একথা বলেন।
বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করি না। যা হচ্ছে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। প্রাণহানি এবং সহিংসতা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সরকার এবং জনগণের সক্ষমতা ও বিচক্ষনতা রয়েছে— নিজেদের সমস্যা সমাধান করার।
তিনি বলেন, আমরা আশা করি, খুব দ্রুত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। চীনের জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। এখনই সময় চীন থেকে বাংলাদেশে বেশি সহযোগিতা ও বিনিয়োগ আসার। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চাই। আমরা দেখতে চাই, বাংলাদেশ এগিয়ে যাক।
তৃতীয় কোনও দেশ উসকানি দিচ্ছে কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি যেকোনও ধরনের হস্তক্ষেপ অত্যন্ত খারাপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি চীন সফরে দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে চীন থেকে ২০০ কোটি ডলার সহায়তার বিষয়ে অনুরোধ করেছে বাংলাদেশ।
এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের অনুরোধ। তারা চীনের আরও সহায়তা চায়। আমাদের অভ্যন্তরীণ সমন্বয়ের পরে, আমরা একটি আর্থিক প্যাকেজ দেবো। আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেছেন। এরমধ্যে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতী ঋণ এবং বাণিজ্যিক ঋণ রয়েছে। সব মিলিয়ে এই প্যাকেজটি হচ্ছে দৃই বিলিয়ন মার্কিন ডলারের। কিন্তু আমাদের মধ্যে কীভাবে ঋণ বিনিময় হবে, মোডালিটি কী হবে, সেটি কারিগরি লেভেলে ঠিক করা হবে। আমাদেরকে এটি চূড়ান্ত করতে হবে।
আমরা বিশ্বাস করি, এই প্যাকেজ আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো বেগবান এবং বাংলাদেশের উন্নয়নকে সহায়তা করবে, বলে জানান রাষ্ট্রদূত।
দৈনিক সরোবর/এএস