ঢাকা, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

মহাখালীতে অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৯:২৭ সকাল  

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর রেললাইন অবরোধ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এছাড়াও সকাল থেকে কর্মসূচির কারণে রাজধানীতে যান চলাচল কম লক্ষ্য করা গেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশরা জানিয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে রাস্তায় বিশেষত লোকাল বাসের সংখ্যা কিছুটা কম।

দৈনিক সরোবর/এএস