ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশি ট্রলারে মিয়ানমারের গুলি

কক্সবাজার সংবাদদাতা

 প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ১২:১৪ দুপুর  

কক্সবাজার জেলার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি ছোড়া হয়েছে।  গতকাল বুধবার সেন্টমার্টিন দ্বীপ থেকে যাত্রীবোঝাই করে দুটি ট্রলার টেকনাফে ফিরছিল। দুপুর ২টার দিকে শাহপরীর দ্বীপের বদরমোকাম এলাকায় নাফ নদীর মোহনায় গুলির ঘটনা ঘটে।  সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত জুন মাসের প্রথম সপ্তাহে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ট্রলার লক্ষ্য করে কয়েক দফায় গুলি ছোড়া হয়। এরপর ১২ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এরপর কয়েকদিন ধরে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিকল্প নৌপথ ব্যবহার করে সেন্টমার্টিন যাতায়াত স্বাভাবিক করা হয়। কিন্তু বুধবার এ রুটেও গুলি ছোড়ার ঘটনা ঘটল।  

আবদুর রশিদ জানান, দুপুর ১২টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ৭৫ জন যাত্রী নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘাটে রওনা করে এফবি নাইম ও এফবি রাশেদ নামের দুটি ট্রলার। ট্রলার দুটি বিকল্প নৌপথ ব্যবহার করে বঙ্গোপসাগর অতিক্রম করে নাফ নদীর মোহনায় প্রবেশ করছিল দুপুর ২টার দিকে। এ সময় মিয়ানমার থেকে একের পর এক গুলি বর্ষণ করা হয়। চালকরা কৌশলে চালিয়ে গেলেও টানা আধা ঘণ্টা ধরে ট্রলার দুটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে কোনো যাত্রী হতাহত না হলেও ট্রলারে গুলি লেগেছে। দুপুর আড়াইটার দিকে ট্রলার দুটি শাহপরীর দ্বীপের জেটিতে পৌঁছায় বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিনের পথে চলা দুটি ট্রলারে আবারও মিয়ানমার থেকে গুলিবর্ষণের বিষয়টি জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সরোবর/কেএমএএ