ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

হাসিনাকে লেখা চিঠি নিয়ে মুখ খুললেন জয়

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৩:২৭ দুপুর  

২০১৪ সালে পূর্বাচলে প্লট চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন  জয়। জমি পেতে হাসিনাকে ‘মা’ বলে সম্বোধনও করেন তিনি। এবার এক দশক পর ফের ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ফলে মুহুর্মুহু কটাক্ষের শিকার হচ্ছেন জয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিতর্কিত এই উপস্থাপক ও অভিনেতা।

নিজের ফেসবুকে জয় লিখেছেন, আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩ এ ধারা।

এরপর লেখেন, এই সরকার এরইমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না।

সবশেষে লেখেন, আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।

জয়ের এই পোস্ট হালকাভাবেই নিয়েছেন নেটাগরিকরা। নানাজনে নানা ধরনের মন্তব্য করছেন। একজন ‘মা’ বলা এত সহজ ভাই? তাও জমির জন্য। তবে জয়কে ক্ষমা করার পক্ষে অনেকে। একজন লেখেন, যে লোক ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম কাজ। তবে সেসব মন্তব্যের কোনো জবাব দেননি জয়। 

দৈনিক সরোবর/এমই