রিয়েলমি ও কোকা-কোলা যৌথভাবে আনছে স্মার্টফোন
প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৩, ০৩:৫৫ দুপুর

রিয়েলমি’র সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষ সংস্করণের স্মার্টফোন আনতে পারে কোকাকোলা। রিয়েলমি’র পোস্ট করা টিজারে দেখা গেছে, লাল রঙের সোডা বুদবুদে বেষ্টিত মোবাইল ফোন আকৃতির এক টুকরা স্ল্যাবের, যার থিম মিলে যায় কোকা-কোলার ‘ব্র্যান্ড কালারের’সঙ্গে।
জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা ভিত্তিক স্মার্টফোন চালুর খবর চাউর হয়েছে। এটি আনতে পারে স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি। সাম্প্রতিক বছরগুলোয় খাদ্য ও পানীয় খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে নিজেদের নাম যোগ করার রেওয়াজ চলছে।
২০১৭ সালে বিশেষভাবে ব্র্যান্ড করা হুয়াওয়ে ফোনের মাধ্যমে এই প্রচেষ্টা চালিয়েছিল শীর্ষস্থানীয় ফাস্ট ফুড চেইন ‘কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি)’। আর এতে কোম্পানির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের ছবিও ছিল।
এরও আগে, ২০১৫ সালে ‘পেপসি পি১’ নামে নিজস্ব স্মার্টফোন চালু করেছিল আরেক কোমল পানীয় জায়ান্ট পেপসি। অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, সে সময়ের মানদণ্ডে ডিভাইসটি দেখতে অতোটা বাজে না হলেও, সবাই একে সহজেই ভুলে গিয়েছে।
এখন প্রায় এক দশক পর, একই পদক্ষেপ নিতে যাচ্ছে কোম্পানিটির শীর্ষ প্রতিদ্বন্দ্বী। সম্ভবত, রিয়েলমি’র সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ সংস্করণের স্মার্টফোন আনতে পারে কোকাকোলা।
চীন ভিত্তিক এই ফোন নির্মাতা টুইটারে ‘অস্বাভাবিক’ এক টিজার পোস্ট করেছে, যা দেখতে অনেকটা কোকাকোলা থিমের ফোনের মতো। এর থেকে ইঙ্গিত মেলে, রিয়েলমিতে কিছু একটা ‘ঘটতে যাচ্ছে’।
এর কিছুদিন আগেই টুইটারে কোকাকোলা ব্র্যান্ডের স্মার্টফোনের ছবি ফাঁস করেছে প্রযুক্তি ফাঁসকারী নির্ভরযোগ্য সূত্র ‘আইস ইউনিভার্স’ ও মুকুল শার্মা।
রিয়েলমি’র পোস্ট করা টিজারে দেখা গেছে, লাল রঙের সোডা বুদবুদে বেষ্টিত এক টুকরা স্ল্যাবের, যা মিলে যায় কোকা-কোলার ‘ব্র্যান্ড কালারের’ সঙ্গে। শার্মার দাবি, বছরের প্রথম প্রান্তিকেই ভারতে আত্মপ্রকাশ ঘটবে ফোনটির। তবে এটি ‘রিব্র্যান্ড করা’ কোনো রিয়েলমি মডেল বা একেবারে নতুন ফোন হবে কি না, তা পরিষ্কার নয়।
প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, এই ফোন সম্ভবত ‘রিয়েলমি ১০ প্রো’ ডিভাইসের রিব্র্যান্ড করা সংস্করণ হবে। এর আগের বিভিন্ন স্মার্টফোন সমন্বয়কারী মডেলগুলো মূলত ‘রিহ্যাশ’করা মডেল হওয়ায় এটিই সম্ভাবনাময় বলে বিবেচিত হচ্ছে অ্যান্ড্রয়েড পুলিসে কাছে।
বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজার নেতৃত্বের পরিকল্পনায় রিয়েলমি’র সর্বশেষ জবাব এই স্মার্টফোন। এর মধ্যে আছে ‘স্ন্যাপড্রাগন ৬৯৫’ চিপসেট, একশ আট মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও একশ ২০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ছয় দশমিক ৭২ ইঞ্চির ‘আইপিএস এলসিডি’ স্ক্রিন।
অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, কোলা সংস্করণের ফোনে একই ছাঁচ ব্যবহৃত হলে সম্ভবত এটি কখনও উত্তর আমেরিকার ব্যবহারকারীদের হাতে পৌঁছাবে না। রিয়েলমি’র অন্যান্য ডিভাইসের মতোই, এর প্রাপ্যতা নিয়ে এখনও কিছু শোনা যায়নি। ফলে ধরে নেওয়া যায়, ফোনটির শিপমেন্ট যুক্তরাষ্ট্রে যাবে না।
রিয়েলমি ও কোকা-কোলার যৌথ উদ্যোগ থেকে ইঙ্গিত মেলে, ‘টোট ব্যাগ’বা ‘বল ক্যাপের’ মতোই, ভালো ও সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ফোন সহজেই ব্র্যান্ডিং করা সম্ভব।
দৈনিক সরোবর/এমআর