add

ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১

সিনেমাকেও হার মানাবে ভারতের অধিনায়কের প্রেমকাহিনী 

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৬:০৫ বিকাল  

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেই আগামী জুনে অবসর নেবেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তার প্রেমের গল্প সিনেমার গল্পকেও হার মানাবে। তিনি মোহনবাগান ক্লাবের কোচের মেয়ের প্রেমে পড়েন। ফুটবল মাঠে একাধিক গোল করা সুনীল কোচের মেয়ের প্রেমে বোল্ড হন। 

সুনীল ছেত্রীর ফুটবল কোচ সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনম। সুনীল ছেত্রী বাবলুদার কোচিংয়ে মোহনবাগানের হয়ে খেলতেন। তখন তার বয়স ছিল ১৮ বছর আর সোনমের বয়স ছিল ১৫ বছর। সোনম তার বাবার মোবাইল থেকে সুনীলের নাম্বারে মেসেজ দিয়ে বলতেন আমি তোমার বড় ভক্ত এবং আমি তোমার সঙ্গে দেখা করতে চাই।

তখন সুনীল জানতেন না যে সোনম তার কোচের মেয়ে। এরপর তারা দেখা করেন এবং সুনীল সোনমকে তার পড়াশোনা শেষ করতে বলে। কিন্তু সাক্ষাতের পর এই দুজন মেসেজে কথা বলতে থাকেন।

একদিন সুনীল যখন জানতে পারলেন যে সোনম কোচের মেয়ে, তখন তিনি রেগে যান।সোনম কোচের মেয়ে এটা জানার পর তিনি বলেন, কোচ এ বিষয়ে জানতে পারলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এরপর তিনি তার সঙ্গে ২ মাস কথা বলা বন্ধ করে দেন। এ সময়টা তাদের খুব কষ্টে কেটেছে।

এরপর তারা আবার কথা বলতে শুরু করেন। সোনম এবং সুনীল দীর্ঘদিন প্রেম করার পর ২০১৭ সালের ৪ ডিসেম্বর কলকাতায় বিয়ে করেন। 

দৈনিক সরোবর/এমএস