ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

ফিফটির পর সাজঘরে রাহুল, ভারত ২১১/৬

স্পোর্টস ডেস্ক    

 প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৬:০৮ বিকাল  

ছবি: ইন্টারনেট

ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে অপ্রতিরোধ্য ভারত। ফাইনালের আগে বিশ্বকাপের ১৩তম আসরের স্বাগতিকদের হারাতে পারেনি কোনো দল। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারে স্কোর বোর্ডে ৮১ রান জমা করতেই প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে চাপে পড়ে যায় ভারত।

দলের ব্যাটিং বিপর্যয়ে চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৮.৩ ওভারে দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি।

কোহলি আউট হওয়ার পর ফিফটি তুলে নিয়ে ফেরেন লোকেশ রাহুল। তিনি ১০৭ বলে মাত্র এক চারে ৬৬ রানে ফেরেন।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৩ ওভারের খেলা শেষে ২১১/৬ রান। ১২ ও ৬ রানে ব্যাট করছেন সুরাইয়া কুমার যাদব ও পেসার মোহাম্মদ শামি।
 
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১২ বছর পর ফে ফাইনালে ভারত। ২০০৩ সালের মতো এবারও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

দৈনিক সরোবর/এনএ