ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

বিশ্বকাপ বাছাই খেলতে ঢাকায় লেবানন ফুটবল দল

স্পোর্টস ডেস্ক    

 প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৬:০১ বিকাল  

ছবি: ইন্টারনেট

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে ঢাকায় এসেছে লেবানন ফুটবল দল। আগের দিন সংযুক্ত আরব আমিরাতের খালিদ বিন মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে খেলে শুক্রবার সকাল সোয়া ৮টায় বাংলাদেশে এসে পৌঁছে তারা।

গাজায় ইসরাইলি আগ্রাসনের জেরে লেবাননের হোম ম্যাচ হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। রাতে ম্যাচ খেলে ভোরে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয় লেবানন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে ঘণ্টাদুয়েক সময় লাগে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চারদিন আগে এসেছে। অতিরিক্ত দুদিনের ব্যয় তারা বহন করবে। ১৯-২১ নভেম্বর অভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বহন করবে বাফুফে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে মেলবোর্নে খেলে কাল রাতে চীন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে নিজেদের দ্বিতীয়পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ।

২১ নভেম্বর জামালদের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায়।

দৈনিক সরোবর/এনএ