ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

টি-২০তে প্রথমবার ৩০০ রানের ইতিহাস গড়ল নেপাল

স্পোর্টস ডেস্ক  

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৫:৩৭ বিকাল  

ছবি ইন্টারনেট

এশিয়ান গেমসে প্রথমবার টি-২০ ফরম্যাটে ৩০০ রান করার কীর্তি গড়েছে নেপাল। টি-২০ ফরম্যাটে সবচেয়ে বড় জয় পেয়েছে দলটি। সঙ্গে টি-২০’র দ্রুততম সেঞ্চুরি ও ফিফটির রেকর্ডও দখলে নিয়েছে দলটির ক্রিকেটাররা।

বুধবার হ্যাংঝুর পিংফেং ক্যাম্পাসের ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে এতোসব রেকর্ড করেছে দলটি। টস জিতে ব্যাট করতে নামার পর নেপালের দুই ওপেনার ৬৬ রানে ফিরে যান।

এরপর তিনে নেমে কুশল মাল্লা ঝড় শুরু করেন। ৫০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি। টি-২০ দ্রুততম ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার হার না মানা ইনিংসে আটটি চার ও ১২টি ছক্কা ছিল। তিনি ভেঙেছেন ডেভিড মিলার ও রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড।

চারে নামা রোহিত পতিদার খেলেন ৩৭ বলে ৬১ রানের ইনিংস। তিনি খেলেন ছয়টি ছয় ও দুটি চারের শট। পাঁচে নেমে দিপেন্দ্র সিং ১০ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। নয় বলে ফিফটি করেন তিনি। যুবরাজ সিংয়ের ২০০৭ বিশ্বকাপে ১২ বলে ফিফটির রেকর্ড ভেঙে দেন। দিপেন্দ্র ১০ বল খেলে আটটি ছক্কা মারেন। 

তাদের ব্যাটে নেপালে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান করে। জবাব দিতে নেমে মঙ্গোলিয়া মাত্র ৪১ রানে অলআউট হয়ে যায়। নেপাল তুলে নেয় টি-২০ সবচেয়ে বড় ২৭৩ রানের জয়। এর আগে টি-২০ সর্বোচ্চ রান ছিল ২৭৮। আয়ারল্যান্ডের বিপক্ষে যা করেছিল আফগানিস্তান।

দৈনিক সরোবর/এএস