ভারতের বিপক্ষে থাকছেন না মুশফিক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৫:৩৮ বিকাল

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম শুক্রবার অনুষ্ঠেয় ওই ম্যাচে খেলতে শ্রীলঙ্কা যাবেন না। বিসিবির মিডিয়া বিভাগ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি মুশফিকুর রহিম দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। স্ত্রী পাশে থাকতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলে দেশে ফিরে আসেন। শেষ ম্যাচের আগে ফাঁকা সময় থাকায় আবার কলম্বোয় ফিরতে চেয়েছিলেন তিনি।
কিন্তু পরিবারের পাশে থাকতে চেয়ে বিসিবির কাছে ছুটি বাড়ানোর আবেদন করলে বোর্ড তা মঞ্জুর করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মুশফিক তার নবজাতক ও পরিবারের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করায় তার ছুটি বাড়ানো হয়েছে।
বিসিবির বার্তায় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনও সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছে। সেজন্য তার স্ত্রী ও সন্তানের পাশে থাকা দরকার। আমরা তার বিষয়টি বুঝতে পারছি। সেজন্য তাকে শেষ ম্যাচ খেলানো থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
দৈনিক সরোবর/এএস