ঢাকা, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ: থাইল্যান্ড-মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    

 প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৭:০৯ বিকাল  

ছবি: ইন্টারনেট

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের সঙ্গে 'এইচ' গ্রুপে পড়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন। এই গ্রুপের আয়োজক থাইল্যান্ড। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর হবে বাছাই পর্বের খেলা।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে বাছাই পর্বের ড্র। এশিয়ার ৪৩ টি দেশ ১১ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এই বাছাইয়ে। চূড়ান্ত পর্ব হবে আগামী বছর কাতারে। 'এ' থেকে 'জে' -এই ১০ গ্রুপে খেলবে ১০ টি করে দল। 'কে' গ্রুপের দল তিনটি।

দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারত ও মালদ্বীপ পড়েছে 'জি' গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও চীনের সঙ্গে। পাকিস্তান খেলবে 'ডি' গ্রুপে। প্রতিপক্ষ জাপান, বাহরাইন ও ফিলিস্তিন।

দৈনিক সরোবর/এমএইচ